সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১৩ সেনা সদস্য নিহত

সিরিয়ার রাজধানী দামেস্কে জোড়া বিস্ফোরণের ঘটনায় ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। দেশটির রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে- সেনা সদস্যদের বহনকারী একটি বাস বুধবার সকালের দিকে দামেস্ক শহরের কেন্দ্রস্থলে হাফিজ আল আসাদ সেতুর কাছে পৌঁছানোর পর সড়কের দুই পাশে পর পর দু’টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নিহতরা।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই এলাকায় পাতা হয়েছিল মোট ৩টি বোমা। তার মধ্যে দুটি বিস্ফোরিত হয়েছে, একটি হয়নি। অবিস্ফোরিত বোমাটিকে নিষ্ক্রিয় করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বোমা বিস্ফোরণের ঘটনা যখন ঘটে, তখন সিরিয়ায় প্রতিদিনের কর্মব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। মানুষজন নিজ নিজ কর্মক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। দামেস্কের পুলিশ কমান্ডার মেজর জেনারেল হুসেইন জুম্মা রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ ঘটনাকে ‘কাপুরুষিত’ বলে উল্লেখ করেছেন।

তিনি আরও জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে ওই সেতু ও সংলগ্ন এলাকা ইতোমধ্যে ঘিরে ফেলা হয়েছে। তাছাড়া, নাগরিকদের উদ্দেশে এই পুলিশ কর্মকর্তা অনুরোধ জানিয়েছেন, আশপাশে কোথায় কোনো সন্দেহজনক ঘটনা বা ব্যক্তিকে দেখলে তারা যেন তা পুলিশকে জানান।

দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এই হামলার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে। সিরিয়ার বিস্তৃত মরু অঞ্চলে এখনও নিয়ন্ত্রণ আছে আন্তর্জাতিক এই জঙ্গিগোষ্ঠীর।

পাঠকের মন্তব্য