প্রতি গালাগালিতে ১১ টাকা আয় নুসরাতের!
- - নিউজ রুম -
- এডিটর --
- 31 October, 2021
‘গালিগালাজ করতে থাকুন’, নিন্দুকরা কটূক্তি করলে বাড়ছে নুসরাতের ব্যাঙ্ক ব্যালেন্স! এমনই অদ্ভুত তথ্য দিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার দাবি, প্রতিটি গালাগালি পিছু ১১ টাকা করে পান তিনি।
শুক্রবার রাজধানীর বনানীতে একটি ফ্যাশন হাউজ উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন তাদের সবার জন্য অনেক ভালোবাসা। যারা আমাকে গালমন্দ করে তারা নিজেদের কাজ করতে থাকুন। কারণ, প্রতিটি কুকথার জন্য আমি ১১ টাকা করে পাই।
ওই মন্তব্যের পর শোরগোল শুরু হয়েছে ভক্তমহলে। পাশাপাশি, নেট পাড়াতেও এ নিয়ে তুমুল হইচই। মূলত নুসরাত ফারিয়া নিজের ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো পোস্ট দিলে সেখানে ভালো কমেন্টের পাশাপাশি গালাগালিও করেন অনেকে। আর ওই বিষয়ে কথা বলতে গিয়েই এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ ছাড়াও ভারতীয় বিনোদন জগতের অন্যতম নাম নুসরাত ফারিয়া। দুই বাংলায় ব্যাপক জনপ্রিয় তিনি। আগামী সপ্তাহেই এসভিএফ মিউজিকের হাবিবি গানটি মুক্তি পেতে চলেছে। ওই গানটি গেয়েছেন ফারিয়া। মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে নুসরাত বলেন, ‘এটি একটি আইটেম সং। মুম্বাইয়ের রাজকীয় মহলে শ্যুটিং হয়েছিল।’
ফারিয়া এই নিয়ে তিন নম্বর গান গাইলেন। নুসরাতের গানের প্রশংসায় উচ্ছ্বসিত হন ভক্তরা। তবে একাংশ তা নিয়ে সমালোচনা করতেও পিছপা হন না। নিন্দুকদের এবার একহাত নিলেন অভিনেত্রী। বিন্দাস কায়দায় বললেন, ‘চালিয়ে যান’। তিনি মনে করেন, প্রশংসা এবং নিন্দা দুটিরই প্রয়োজনীয়তা রয়েছে।
প্রসঙ্গত, নুসরাত ফারিয়া রূপালি ভুবনে ক্যারিয়ার শুরু করেন ২০১৫ সালে যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেছেন ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস টু’র মতো আলোচিত সিনেমায়। সর্বশেষ ২০২০ সালে ‘শাহেনশাহ’ সিনেমায় তাকে দেখা গেছে।