করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
- - নিউজ রুম -
- এডিটর --
- 13 December, 2021
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রোববার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। বর্তমানে তিনি রাজধানী কেপটাউনে আইসোলেশনে রয়েছেন। সেখানেই তার চিকিৎসা চলছে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রেসিডেন্ট রামাফোসা আগামী এক সপ্তাহের জন্য ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজার কাছে প্রেসিডেন্টের কার্যনির্বাহী দায়িত্ব অর্পণ করেছেন।