ইউসিবি মুদারাবা পার্পেচুয়াল বন্ডের ম্যানেজার এবং অ্যারেঞ্জার
- - নিউজ রুম -
- এডিটর --
- 28 December, 2021
এসজেআইবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ডের লেনদেনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ডিইএসই টাওয়ারে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই বন্ডের মুখ্য ইস্যু ম্যানেজার এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ অপারেটিং অফিসার মো. শফিউর রাহমান মজুমদার, শাহজালাল ইসলামি ব্যাংকের ইভিপি এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও তানজিম আলমগির।
এছাড়াও ডিএসই, এসজেআইবিএল এবং ইউসিবিআইএল এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।