পরমাণু বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ পুতিনের
- - নিউজ রুম -
- এডিটর --
- 27 February, 2022
ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশ তথা ন্যাটোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ রোববার, ২৭ ফেব্রুয়ারি রাজধানী মস্কোয় এক ব্রিফিংয়ে তিনি এই নির্দেশ দেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
রুশ বার্তা সংস্থা স্পুটনিকের এক প্রতিবেদনের বরাত দিয়ে পার্সটুডের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর আক্রমণাত্মক এক বিবৃতির পর এ নির্দেশ জারি করেছেন পুতিন। তবে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
খবরে বলা হচ্ছে, এর আগে ন্যাটোর এক বিবৃতিতে রাশিয়াকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সামরিক জোটটি বলেছে, রাশিয়া কোনো ধরনের উস্কানি ছাড়াই ইউক্রেনে হামলা চালিয়েছে। এর জন্য রাশিয়াকে কঠিন মূল্য পরিশোধ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার বার পশ্চিমা নেতাদের পুতিনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছেন
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী ও জেনারেল স্টাফের প্রধানের সঙ্গে রাজধানী মস্কোয় এক ব্রিফিংয়ে পুতিন বলেছেন, বিশেষ যুদ্ধের জন্য সেনাবাহিনীর প্রতিরোধ ফোর্সগুলোকে প্রস্তুত থাকার জন্য আমি নির্দেশ দিচ্ছি।
রুশ প্রেসিডেন্ট আরো বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো অর্থনৈতিক ক্ষেত্রে শুধু অবন্ধুসুলভ পদক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, বরং এক্ষেত্রে তারা সীমা অতিক্রম করে গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি পুতিন।
এদিকে, বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেড়ে গেছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। ন্যাটোর উস্কানির কারণেই মূলত ইউক্রেন সংকটের সৃষ্টি হয়েছে বলেও তাদের মত।