নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষ, নিহত ৪
- - নিউজ রুম -
- এডিটর --
- 27 February, 2022
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ চারজন নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের আপানিয়া এলাকার ম্যাক্স গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ।
নিহতরা হলেন- সিএনজিচালক পারভেজ (৩৫), আমিশপাড়ার ওষুধ ব্যবসায়ী মামুন (৩৮), যশোর জেলার জসীম উদ্দিন (৩৮)। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সোনাইমুড়ী থেকে চারজন যাত্রী নিয়ে বেগমগঞ্জের চৌমুহনীর দিকে যাচ্ছিল সিএনজিটি। ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন, আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি তারা জব্দ করেছেন।