ইউসিবি'র রাজশাহী ও রংপুর অঞ্চলের ব্যবসায়িক পর্যালোচনা সভা  

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) রাজশাহী ও রংপুর অঞ্চলের বিভিন্ন শাখা ব্যবস্থাপকবৃন্দের সাথে গত ৯ মার্চ ২০২২ তারিখে রাজশাহীতে ব্যাংকের অগ্রগতি বিষয়ক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।   

 ব্যবসায়িক পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী।   

আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান; উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান এফসিএস সহ রাজশাহী ও রংপুর অঞ্চলের বিভিন্ন শাখা ব্যবস্থাপকবৃন্দ ও ব্যাংকের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।          

ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহক পরিষেবার উন্নয়ন এবং কৌশলগত কর্মপন্থা প্রনয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় আলোচিত হয়। সভায় অংশগ্রহনকারী সকলেই ইউসিবির সাফল্যের অগ্রগতি ও ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তাদের সুচিন্তিত মত প্রকাশ করেন।      

 

পাঠকের মন্তব্য