এবার যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন সামিরা মাহি

এবার যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ছোট পর্দার হালের ক্রেজ অভিনেত্রী সামিরা খান মাহি। বুধবার (৯ নভেম্বর) ভিসা পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

দেশের অনেক তারকা-অভিনেত্রী বর্তমানে গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় বসবাস করছেন। তবে আপাতত মাহির সে ধরনের কোনো ইচ্ছে নেই বলে জানান।

তিনি বলেন, দেশটিতে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল। অবশেষে ভিসাটা হয়ে গেলাম। ভীষণ ভালো লাগছে। এখন সুবিধা মতো সময়ে আমেরিকা ভ্রমণ করব। আমি ঘুরতে ভালোবাসি। আশা করছি শিগগিরই আমেরিকায় দারুণ একটি ভ্রমণ করতে পারব।

বর্তমানে নাটকে ব্যস্ত সময় কাটছে মাহির। তার প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। তবে মিডিয়াতে সামিরা খান মাহি নামেই নিজেকে পরিচিত করেছেন তিনি।

এছাড়া সিনেমায়ও কাজের প্রস্তাব পেয়েছেন মাহি। ব্যাটে-বলে মিলে গেলে বড় পর্দায় কাজের সুখবর সবাইকে নিজেই জানাবেন বলেছেন তিনি।

পাঠকের মন্তব্য