কলকাতার ‘পাত্রী চাই’য়ে ঢাকার ফারিণ
- - নিউজ রুম -
- এডিটর --
- 12 September, 2023
গেলো ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া কলকাতার সিনেমা ‘আরও এক পৃথিবী’দিয়ে সিনেমায় অভিষেক হয় ঢাকার অভিনেত্রী তাসনিয়া ফারিণের। অতনু ঘোষ নির্মিত ছবিটি প্রশংসা পেয়েছিল বেশ। বছর না ঘুরতেই ফারিণের ঝুলিতে ফের কলকাতার প্রজেক্ট। এবারের ছবি ‘পাত্রী চাই’। পরিচালনায় বিপ্লব গোস্বামী।
আমির খান প্রযোজিত ‘লাপতা লেডিস’ খ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর সিনেমায় ফারিণের নায়ক কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী।
সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পের সিনেমাটিতে আরও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্কর। দুর্গাপূজার পরেই শুটিং শুরু হবে। প্রযোজনায় রয়েছে প্রমোদ ফিল্ম।
সিনেমাটির বিষয়ে নিশ্চিত করেছেন তাসনিয়া ফারিণ। তবে বিস্তারিত বলতে নারাজ তিনি। শুধু বলেন, যে খবরটি পেয়েছেন তা সত্যি।
আনন্দবাজারকে পরিচালক বিপ্লব জানিয়েছেন, পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দস্তকে নাড়িয়ে দেওয়ার গল্প ‘পাত্রী চাই’