শহীদ প্রকৌশলী নজরুল ইসলামের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী
- - নিউজ রুম -
- এডিটর --
- 19 September, 2023
সোমবার ১৮ সেপ্টেম্বর, শহীদ প্রকৌশলী নজরুল ইসলাম-এর ৫২ তম শাহাদাৎ বার্ষিকী।
১৯৭১ সালে তাঁর নেতৃত্বে ঢাকার অভ্যন্তরে ৫ টি পাওয়ার ষ্টেশনে একই সাথে, একই সময় বিস্ফোরন ঘটানো হয়।
২২শে জুলাই তিনি আগরতলা চলে যান এবং নবগঠিত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও শক্তি বিষয়ক উপদেষ্টা নিয়োজিত হন। ১৮ই সেপ্টেম্বর ১৯৭১ সালে তিনি শাহাদাৎ বরণ করেন।
উল্লেখ্য ১৯৭২ সালে, তাঁর সম্মানে সরকারী ভাবে হাটখোলা সড়কটিকে শহীদ নজরুল ইসলাম সড়ক নামে নামকরণ করা হয় এবং ১৯৭২ সালে তাঁর নিজ জেলা শরীয়তপুরে শহীদ নজরুল বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
এই উপলক্ষে ২০৪/এ, গুলশান তেজগাঁও লিংক রোড, ঢাকা-১২০৮, তেজগাঁও শিল্প এলাকায় মরহুমের স্ত্রী অধ্যাপিকা হাজেরা নজরুল কোরআন খানি, কাঙ্গালী ভোজ এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।