সম্মিলিত পরিষদের আলোচনা সভা ও মেজবানি অনুষ্ঠিত
- - নিউজ রুম -
- এডিটর --
- 18 November, 2024
আসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে সম্মিলিত পরিষদের উদ্যোগে এবং চৈতী গ্রুপের সিইও আবুল কালামের ব্যবস্থাপনায় সম্প্রতি আলোচনা সভা ও মেজবানি অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৈতী গ্রুপের সিইও ও সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম।
রশিদ গ্রুপের চেয়ারম্যান এম কফিল উদ্দিন আহমেদের সঞ্চালনায় আয়োজনে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, বিসিবি’র সভাপতি ফারুক আহমেদ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাবেক মন্ত্রী ও বিজিএমইএ’র সাবেক সভাপতি রেদোয়ান আহমেদ, বিজিএমইএ’র সাবেক সভাপতি মোঃ মোস্তফা গোলাম কুদ্দুস, বিজিএমইএ’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন আহমেদ, বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিজিএমইএ’র সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, বিটিএমএ’র সভাপতি শওকত আজিজ রাসেল, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশের বৃহৎ গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের সহস্রাধীক মালিক অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, তৈরী পোশাক শিল্পের অর্জন ও অগ্রযাত্রায় আগামীর সম্ভাবনা এবং সংকটে, অর্জনে দুর্জয় ১৯৯৩ সালে প্রতিষ্ঠা হওয়া এই সম্মিলিত পরিষদ। পোশাক শিল্পে সবুজ বিপ্লব ঘটাতে সর্বদাই পরিশ্রমি যোগ্য নেতার প্রয়োজন। সম্মিলিত পরিষদ একটি পরিবার, আমরা সবাই এক ও অভিন্ন। এ যাবতকালের গার্মেন্টস শিল্পে যত অর্জন সবই সম্মিলিত পরিষদ থেকে এসেছে বলেও বক্তারা উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে আগত সকল অতিথি মেজবানিতে অংশগ্রহণ করেন।