দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ কয়েকজন খালাস

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের বহুল আলোচিত ঘটনার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কয়েক আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকেও মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।

মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া অন্যরা হলেন- মতিউর রহমান নিজামী, রেজ্জাকুল হায়দার চৌধুরী, মহসিন তালুকদার, এনামুল হক ও নুরুল আমিন। তাদের মধ্যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৬ সালের মে মাসে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

গত ১১ ডিসেম্বর এ মামলায় খালাস চেয়ে আবেদন করেন বাবর।

পাঠকের মন্তব্য