কনসার্টের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের আয়োজনে ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টে পারফর্ম করতে ঢাকায় আসছেন পাকিস্তানের বিশ্বখ্যাত শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়াম এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

এই চ্যারিটি কনসার্ট ঘিরে আসছে একের পর এক সুসংবাদ। যেখানে রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্যে বড় ছাড়। এ ছাড়া ভেন্যুর অর্থাৎ আর্মি স্টেডিয়ামের ভাড়া নেবে না সেনাবাহিনী। এবার আরও এক নতুন খবর! 

জানা গেল, কনসার্টের আয়োজনের দিনে (২১ ডিসেম্বর) যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড—এই চার প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকছে না। গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।

শুধু তাই নয়, এদিন যানজট নিরসন এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত জাহাঙ্গীরগেট ও জিয়া কলোনির গেটও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় গেট দিয়ে শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।

কনসার্টের দিন ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। উল্লেখিত সময়ে যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।

ইকোস অব রেভ্যুলিউশন কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত ফতেহ আলী খান। এদিন আরও পারফর্ম করবেন ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, র‍্যাপার হান্নান ও সিলসিলা।

পাঠকের মন্তব্য