এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনসহ ৫ যাত্রী নিহত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার দুপুরের দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমেনা বেগম (৪৫), তার মেয়ে ইমি (২৬), ছোট্ট মেয়ে রিহা (৭), নাতি আয়াত (৭) তারা ঢাকা থেকে ফরিদপুর যাচ্ছিল। অন্যজন আব্দুলাহ (৭) নামের আরেক শিশুও নিহত হয়।
নিহত ৫ জনের মধ্যে ৪ জন একই পরিবারের বলে জানিয়েছে মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা এক শিশু নিহত হয়। আর আহত ৮ জনকে হাসপাতালে নেওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, বেপারী পরিবহনের একটি বাস প্রথমে মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি ছিটকে সামনে থাকা একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়।
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।