ইনফিনিক্স ফোন বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে যুবক ঢাকা মেডিকেলে ভর্তি

আধুনিক বিশ্ব বাস্তবতায় মোবাইল ছাড়া যেন সবকিছুই অচল। মোবাইল যেমন স্বস্তির কারণ আবার কখনো বিপদের কারণও হয়ে দাঁড়ায়। প্রায়ই মোবাইল ফোন বিস্ফোরণের খবর শোনা যায়।আচমকা দাউদাউ করে জ্বলে উঠছে সাধের ফোনটি। বাংলাদেশসহ বিশ্বে মোবাইল বিস্ফোরণ হয়ে মৃত্যুর ঘটনাও শোনা গেছে।

এবার তেমনই এক ঘটনা ঘটেছে বাংলাদেশের ভোলায়। ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তানভীর হোসেন নামের এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। 

জানা গেছে, ১২ জানুয়ারি প্রাইভেট পড়ে বাইকে বাসায় ফেরার পথে প্যান্টের পকেটে থাকা Infinix Note 50 Pro মোবাইলটি বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে যুবকের শরীরে আগুন ধরে যায়।

অগ্নিদগ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরফ্যাশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন ওই যুবক।

এ ঘটনায় আহত তানভীরের বড় ভাই মোহাম্মদ ইউসুফ জানান, পকেটে থাকা মোবাইল বিস্ফোরণ হয়ে আজকে আমার ভাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তার পায়ের কিছু অংশ পুড়ে গেছে। এটা কি স্মার্টফোন নাকি টাইম বোমা? আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এই ঘটনা সম্পর্কে  ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইফতেখার উদ্দিন সানি বলেন, মোবাইল বিস্ফোরণের ঘটনাটি জানতে পেরেছি। কেনো এমনটা হলো, সেটা এখন বলা যাচ্ছে না।  

পাঠকের মন্তব্য