সিইএস ২০২৫-এ যুগান্তকারী এআই এজেন্ট জিম্যাট সহ এআই পিসি নিয়ে এলো গিগাবাইট

সিইএস ২০২৫-এ নতুন প্রজন্মের এআই পিসি উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট। নতুন এই লাইনআপের মূল ভূমিকায় রয়েছে গিগাবাইটের নতুন এআই এজেন্ট জিম্যাট, যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের নিয়ন্ত্রণকে আরও সহজ করে তুলবে। একইসাথে, এআই এই যুগে গেমিং, সৃষ্টিশীলতা ও উৎপাদনশীলতার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ল্যাপটপ জিপিইউ, এআই এনআইএমের জন্য এনভিডিয়া এনআইএম মাইক্রোসার্ভিস, আরটিএক্স এআই, এএমডি রাইজেন এআই, ইন্টেল এনপিইউ এআই এবং মাইক্রসফট কপিলটের সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত অরাস মাস্টার, গিগাবাইট অ্যারো ও গিগাবাইট গেমিং সিরিজ; অত্যাধুনিক পারফরম্যান্স ও উইন্ডফোর্স কুলিং সল্যুশন নিয়ে এসেছে, যা স্টাইলিশ ও সহজে বহনযোগ্য। 

গিগাবাইটের বিশেষ এআই এজেন্ট জিম্যাট একটি উন্নত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ও ‘প্রেস অ্যান্ড স্পিক’ ফিচারের মাধ্যমে ল্যাপটপের নিয়ন্ত্রণকে আরও সহজ ও সাবলীল করেছে। এটি এআই পাওয়ার গিয়ার II-এর মাধ্যমে সর্বোচ্চ দক্ষতা বজায় রাখা থেকে শুরু করে এআই বুস্ট II-এর সাহায্যে নিখুঁত ওভারক্লকিং নিশ্চিত করার মধ্য দিয়ে সামগ্রিক অভিজ্ঞতাকে আরও বেশি সমৃদ্ধ করতে ভূমিকা রাখে। কাজের পরিবেশে সম্পূর্ণ নিরব অভিজ্ঞতা প্রদান করে এর এআই কুলিং প্রযুক্তি; আর যেকোনো পরিস্থিতিতে সাউন্ড অপ্টিমাইজ করে এআই অডিও ও এআই ভয়েস। অনাকাঙ্ক্ষিত অনিরাপত্তা শনাক্ত করার মাধ্যমে স্ক্রিনের সুরক্ষা প্রদান করে এর এআই প্রাইভেসি। ব্যবহারকারীর প্রতিদিনের জীবনে এআইয়ের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার লক্ষ্যেই জিম্যাট নিয়ে আসা হয়েছে। 

এনভিডিয়া ব্ল্যাকওয়েল দিয়ে চালিত এই জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ জিপিইউ গেমার ও ক্রিয়েটরদের জন্য যুগান্তকারী সমাধান নিয়ে এসেছে। সর্বোচ্চ মাত্রার এআই হর্সপাওয়ারে সক্ষম এই আরটিএক্স ৫০ সিরিজটি একদম নতুন অভিজ্ঞতা নিশ্চিতে সহায়ক হবে। এটি এনভিডিয়া ডিএলএসএস ৪-এর পারফরম্যান্স বহুগুণ করবে, অবিশ্বাস্য গতিতে ইমেজ জেনারেট করবে এবং এনভিডিয়া স্টুডিওর সৃজনশীলতাকে আরও বৃদ্ধি করবে। একইসাথে, এনভিডিয়া এনআইএম মাইক্রোসার্ভিসের মাধ্যমে সর্বাধুনিক এই এআই মডেলগুলো এআই-প্রেমী ও ডেভেলপারদের জন্য এনআইএম-রেডি সিস্টেমের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে এআই অ্যাসিস্ট্যান্ট, এজেন্ট ও ওয়ার্কফ্লো তৈরিতে সহায়ক হবে। 

২০২৫ সালের নতুন এই লাইনআপের শীর্ষে রয়েছে অরাস মাস্টার সিরিজ। যা ১৮ ইঞ্চির মিনি-এলইডি ও ১৬ ইঞ্চির ওএলইডি কনফিগারেশনে পাওয়া যাচ্ছে। ইন্টেল কোর আলট্রা ৯ প্রসেসর ২৭৫এইচএক্স এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০ জিপিইউ পরিচালিত এই সিরিজটি এআই গেমিং পিসি খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য একদম যথার্থ। এর সর্বাধুনিক উইন্ডফোর্স ইনফিনিটি ইএক্স কুলিং সিস্টেম এই বাজারের সর্বোচ্চ ২৭০ ওয়াট পর্যন্ত কার্যক্ষমতা নিশ্চিত করে। আর এর মূলে রয়েছে তাপ নিয়ন্ত্রণে অতুলনীয় দক্ষ ১৫৮টি অসমান ব্লেড সহ অত্যাধুনিক ফ্রস্ট ফ্যান। 

সর্বাধুনিক এআই সক্ষমতার সাথে মাইক্রোসফটের কপিলট+ পিসি, গিগাবাইট অ্যারো এক্স১৬ উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। জিফোর্স আরটিএক্স জিপিইউ-এর সাথে মিলে এটি চ্যাটআরটিএক্স, আরটিএক্স রিমিক্স, আরটিএক্স ভিডিও, এনভিডিয়া ব্রডকাস্টের মতো প্রতিদিনের কাজে সমৃদ্ধ এআই অভিজ্ঞতা নিশ্চিত করে। ১৬.৭ মিলিমিটারের আলট্রা-স্লিম ও ১.৯ কেজি ওজনের হালকা এবং সহজ বহনযোগ্য এই পিসিটি মাল্টিটাস্কিং নিশ্চিত করতে ১২ ঘণ্টার বেশি দীর্ঘস্থায়ী ব্যাটারি জীবনের নিশ্চয়তা দেয়। গেমিং হোক বা কন্টেন্ট ক্রিয়েশন ব্যবহারকারীর অভিজ্ঞতাকে বিস্তৃতভাবে সমৃদ্ধ করতেই এতে মাইক্রোসফটের এআই ফিচার নিয়ে আসা হয়েছে। অন্যদিকে, গিগাবাইট গেমিং এ১৬ একটি স্লিম এআই গেমিং পিসি, যা ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে। এতে সমৃদ্ধ টাইপিং অভিজ্ঞতা নিশ্চিতে এতে রয়েছে গিগাবাইট গোল্ডেন কার্ভ কিবোর্ড ব্যবহার করা হয়েছে, যা বিভিন্ন পরিস্থিতিতে সহজেই মানিয়ে নিতে ১৮০ ডিগ্রি পর্যন্ত হিঞ্জ করা যেতে পারে। এই লাইনআপটি প্রতিটি লাইফস্টাইলের গেমিং অভিজ্ঞতাকেই সমৃদ্ধ করবে। 

থিয়েটারের মতো সাউন্ড সহ ব্যবহারকারীদের জন্য সিনেমাটিক অভিজ্ঞতা নিশ্চিত করতে এর প্রতিটি অরাস ও গিগাবাইট এআই পিসিতে ডলবি অ্যাটমস ব্যবহার করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন- https://bit.ly/GIGABYTE_CES_2025

পাঠকের মন্তব্য