মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

মরক্কো উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক রয়েছে। খবর ডন ও রয়টার্সের।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অভিবাসী অধিকার সংস্থা ওয়াকিং বর্ডার্স জানিয়েছে, পশ্চিম আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করছিল নৌকাটি। 

খবরে বলা হয়, গত ২ জানুয়ারি মৌরিতানিয়া থেকে নৌকাটি যাত্রা শুরু করে। এতে ৮৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৬৬ জনই পাকিস্তানি। প্রায় দুই সপ্তাহ চলার পর পথে নৌকাটি ডুবে যায়।  
 
অধিকার সংস্থাটি বলছে, যাত্রীদের মধ্যে ৫০ জন অভিবাসী ডুবে যাওয়ার সম্ভবনা রয়েছে। যাদের মধ্যে অনেকেই পাকিস্তানি। এদিকে রয়টার্সের প্রতিবেদন মতে, মরক্কোর কর্তৃপক্ষ গত বুধবার নৌকা থেকে অন্তত ৩৬ জনকে উদ্ধার করে। 
 
ওয়াকিং বর্ডার্সের প্রধান নির্বাহী (সিইও) হেলেনা ম্যালেনো এক এক্স বার্তায় জানান, বাকিরা ডুবে মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। যাদের মধ্যে ৪৪ জনই পাকিস্তানের নাগরিক। এই অধিকারকর্মী আরও জানান, ‘তারা ১৩ দিন ধরে বিপন্ন অবস্থার মধ্যে কাটিয়েছে। কিন্তু কেউ তাদের উদ্ধার করতে আসেনি।’
  
পাকিস্তানের পররাষ্ট্র দফতরও নৌকাডুবির ঘটনাটি নিশ্চিত করেছে। জানিয়েছে, মরক্কোর কাছে ৮০ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। মৃতদের মধ্যে ৪০ জনের বেশি পাকিস্তানি রয়েছে বলে জানা গেছে। 

পাঠকের মন্তব্য