বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ

চার বছরের জন্য পুনরায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ৭৭ বছর বয়সী এই স্প্যানিশ ব্যবসায়ী টানা পঞ্চমবার এবং সামগ্রিকভাবে ষষ্ঠবারের মতো ক্লাবটির সর্বোচ্চ পদে আসীন হলেন। আগের মতো এবারও কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। পেরেজ ২০২৯ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকবেন।  

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও লাস পালমাসের ম্যাচ শেষে ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, নির্বাচনে একজন প্রার্থী থাকায় ফ্লোরেন্তিনো পেরেজকেই রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে।

২০০০ সালে প্রথমবার রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন পেরেজ। ২০০৬ সালে পদত্যাগ করলেও ২০০৯ সালে আবার দায়িত্ব গ্রহণ করেন এবং এরপর থেকে তিনি ক্লাবটির নেতৃত্ব দিয়ে আসছেন।  

পেরেজের নেতৃত্বে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দল দারুণ সাফল্য অর্জন করেছে। তার দুই দফার পাঁচ মেয়াদে ক্লাবটি জিতেছে ৬৫টি শিরোপা, যার মধ্যে আছে ৭টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ৩টি ইউরোপা লিগ চ্যাম্পিয়নশিপ।

পাঠকের মন্তব্য