পুঁজিবাজারে দরপতন

বাংলাদেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ মার্চ) সূচকের পাশাপাশি শেয়ার লেনদেনে পতন হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ২৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬২২ কোটি ৪৪ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৮০৯ কোটি ৫০ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত আছে ১০৪টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ২৩০ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে ৯ হাজার ৬৭১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির। সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

পাঠকের মন্তব্য