ম্যানসিটির সামনে রিয়াল: চ্যাম্পিয়নস লিগ প্লে-অফ
- - নিউজ -
- ডেস্ক --
- 31 January, 2025
গত বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) রাতে ক্লাব ব্রুগের বিপক্ষে জিতে কোনভাবে প্লে-অফে জায়গা পেয়েছিল ইউরোপের অন্যতম শক্তিশালী দল ম্যানসিটি। তাতে নিশ্চিত হয়ে যায় সেরা ষোলোতে উঠতে গেলে তাদের পরাজিত করতে হবে আসরটির ইতিহাসের অন্যতম সেরা দুই দল রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখকে। প্রতিপক্ষ নিশ্চিত হবে ড্রয়ের মাধ্যমে। এই ব্যাপারে সিটির ম্যানেজার গার্দিওলা সংবাদ মাধ্যমে অকপটে স্বীকার করেন, ‘ওরা আমাদের চেয়ে বেশি অভিজ্ঞ। একটি দল এই প্রতিযোগিতার রাজা। অন্যটি দ্বিতীয় কিংবা তৃতীয় রাজা।’
আজ শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) বিকেলে সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের ২০২৪-২৫ মৌসুমের প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সেখানে রেকর্ড ১৫ বারের শিরোপাধারী রিয়াল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ধুঁকতে থাকা ম্যানসিটিকে। গোটা অনুষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত ছিল এটাই। অন্যদিকে বায়ার্নের প্রতিপক্ষ সেল্টিক।
নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে খুব সময়টা ভালো যাচ্ছে না বায়ার্নেরও। বুন্দেসলিগায় টেবিলের চূড়ায় থাকলেও চ্যাম্পিয়নস লিগে স্পষ্টতই ধুঁকছে জার্মান জায়ান্টরা। তাই ড্রয়ে প্রতিপক্ষ হিসেবে ম্যানসিটি যদি বায়ার্নকে পেতো, তাহলে কিছুটা স্বস্তিতে অন্তত থাকতে পারত সিটিজেনরা। এই আসরের নক আউটে কোন দলই প্রতিপক্ষ হিসেবে রিয়ালের সামনে পড়তে চায় না। তবে এই মৌসুমে ভাগ্যটা সিটির অনুকূলে নেই।
এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের পদ্ধতি বদলে ৩৬ দল নিয়ে আয়োজন করা হয়েছিল রবিন রাউন্ড লিগ। ৮ রাউন্ডের খেলা শেষে শীর্ষ ৮টি দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে সেরা ষোলোতে খেলার। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিল এবং অ্যাস্টন ভিলা আছে এই তালিকায়। অন্যদিকে সেরা ষোলোর বাকি ৮টি দল নির্বাচনের জন্যই আজকের এই ড্র অনুষ্ঠান।
এবারের প্লে-অফের নিয়ম অনুযায়ী আগে থেকেই সবাই জানত যে, ৯ ও ১০ নম্বরে থাকা দল প্লে-অফে পাবে ২৩ বা ২৪ নম্বর দলকে। এভাবে ১১/১২ খেলবে ২১ বা ২২, ১৩/১৪ খেলবে ১৯ বা ২০ ও ১৫/১৬ খেলবে ১৭ বা ১৮ নম্বর দলের বিপক্ষে।
প্লে–অফে কে কার মুখোমুখি
ব্রেস্ত–পিএসজি
ক্লাব ব্রুগা–আতালান্তা
ম্যানচেস্টার সিটি–রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস–পিএসভি
ফেইনুর্ড–এসি মিলান
সেল্টিক–বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন–ডর্টমুন্ড
মোনাকো–বেনফিকা
দুই লেগের প্লে-অফের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ফ্রেব্রুয়ারির ১১-১২ তারিখ। আর একই মাসের ১৮-১৯ তারিখে দ্বিতীয় লেগের খেলা মাঠে গড়াবে।