দুবাইয়ের বাইরে এমিরেটসের বৃহত্তম এয়ারপোর্ট লাউঞ্জ এখন ব্যাংককে
- - নিউজ -
- ডেস্ক --
- 1 February, 2025
ব্যাংককের শুভ্রামনিয়াম বিমানবন্দরের স্যাটেলাইট-১ টার্মিনালে বিলাসবহুল নতুন একটি লাউঞ্জ উদ্বোধন করেছে এমিরেটস। আয়তনের বিচারে দুবাইয়ের বাইরে এটিই এয়ারলাইনটির বৃহত্তম লাউঞ্জ।
পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এই লাউঞ্জটি ১,৪৫৪ স্কয়ারমিটার জুড়ে বিস্তৃত। লাউঞ্জটিতে একসঙ্গে ২৫০ জন অতিথিকে সেবা ৎুদান করা সম্ভব হবে। এমিরেটসের প্রথম ও বিজনেস শ্রেণীর যাত্রী ছাড়াও এয়ারলাইনটির লয়্যালটি প্রোগ্রামের প্রিমিয়াম সদস্যরা ফ্লাইটের পূর্বে লাউঞ্জে বিশ্রাম ও সেবা গ্রহণ করতে পারবে।
এমিরেটসের সিগনেচার স্টাইল অনুসরণ করে সুসজ্জিত লাউঞ্জটিতে শান্ত পরিবেশসহ এলিগ্যান্ট ডাইনিং অপশনের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রয়েছে শাওয়ার স্পা সুবিধা, সৌজন্যমূলক ওয়াইফাই এবং উন্নত ও সুস্বাদু খাবার ও পানীয়। স্থানীয় ও আন্তর্জাতিক ডিসের সঙ্গে ক্লাসিক থাই ডেজার্টের সমাহার ঘটেছে খাবারের মেন্যুতে।
এমিরেটস বর্তমানে ব্যাংককে দৈনিক ছয়টি ফ্লাইট পরিচালনা করছে। অন্যতম প্রথম এয়ারলাইন হিসেবে এমিরেটস স্যাটেলাইট-১ টার্মিনালে তাদের কার্যক্রম স্থানান্তর করেছে। টার্মিনালের চতুর্থ তলায় অবস্থিত এমিরেটস লাউঞ্জটি থেকে বোর্ডিং গেটের দূরত্ব মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথ।
বর্তমানে সারাবিশ্বে এমিরেটস ৪১টি এয়ারপোর্ট লাউঞ্জ পরিচালনা করছে যার মধ্যে ৭টি দূবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এবং বাকী ৩৪টি এয়ারলাইনটির নেটয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে অবস্থিত। এমিরেটসের নির্দিষ্ট যাত্রীরা বিভিন্ন বিমানবন্দরে অবস্থিত তাদের পার্টনার লাউঞ্জগুলোতেও সেবা গ্রহণ করতে পারে।