সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ শোহেলি আক্তার

বাংলাদেশে নারী দলের ক্রিকেটার শোহেলি আখতারকে পাঁচ বছরের জন্য সমস্ত ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি, ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ৩৬ বছর বয়সী ক্রিকেটার আইসিসি অ্যান্টি-করাপশন কোডের পাঁচটি ধারা ভঙ্গ করার কথা স্বীকার করেছেন।

অভিযোগ মেনে নেওয়া শোহেলির সাজা কার্যকর হবে ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য। এই সময়কালে তিনি ক্রিকেট সংশ্লিষ্ট সকল ধরনের কাজে নিষিদ্ধ থাকবেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলোতে বলা হয়েছে, তিনি ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে দুর্নীতির সাথে জড়িত ছিলেন।  

বিস্তারিত আসছে.........

পাঠকের মন্তব্য