
ফেডারেল কর্মীদের ছাঁটাই পরিকল্পনায় ট্রাম্পের সায়
-
- - নিউজ -
- ডেস্ক --
- 13 February, 2025
ইলন মাস্কের সহায়তায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা এবং যাদের পুরোপুরি বাতিল করা যাবে, তাদের শনাক্ত করতে আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প এ বিষয়ে ওয়াশিংটনের ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সই করেন।
ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, মাস্কের সঙ্গে কাজ করতে বিভিন্ন সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন বৃহৎ আকারে কর্মী কমানোর পরিকল্পনা করে এবং কোনো এক কর্মীকে ছাঁটাইয়ের পর প্রতি চার কর্মীর জন্য একটি নতুন নিয়োগ করতে না পারে। বিভিন্ন সংস্থা এবং আদালত এই পদক্ষেপগুলোর জন্য মাস্ক ও ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মাস্ক এই পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং জানান, তিনি ট্রাম্পের নির্দেশে সরকারের অপচয় কমানোর কাজে নেতৃত্ব দিচ্ছেন।
এদিকে ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপ পরিকল্পনাকে ‘সম্পূর্ণরূপে অন্যায্য’ দাবি করেছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগের ‘দৃঢ় ও স্পষ্ট’ জবাব দেবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত (এআই) এক সম্মেলনে ট্রুডো এ কথা বলেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে ব্রাজিল।
ট্রাম্প তাঁর দেশে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে সোমবার একটি নির্বাহী আদেশে সই করেছেন। আগামী ১২ মার্চ থেকে ট্রাম্পের আরোপ করা ওই শুল্ক কার্যকর হবে।
অন্যদিকে, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করেছেন ট্রাম্প। সংস্থাটির নজরদারি দপ্তর বিদেশি সহায়তা স্থগিতকরণ নিয়ে সমালোচনামূলক একটি প্রতিবেদন প্রকাশ করার এক দিন পরেই তাঁকে বরখাস্ত করা হয়। মঙ্গলবার হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছেন।