চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ

আট বছর পর মাঠে ফিরছে ক্রিকেটের ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ১৯৯৬ বিশ্বকাপের পর পাকিস্তানের মাটিতে আইসিসির কোনো ইভেন্ট। অনিশ্চয়তা, শঙ্কার কালো মেঘ সরিয়ে ২৯ বছরে পাওয়া এ সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও দেশটির সরকার।

খোদ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘোষণা, ‘সেরা আয়োজন দেখবে বিশ্ব ক্রিকেট।’ ঝাঁ চকচকে করাচি ও রাওয়ালপিন্ডি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম তো ব্যাপক সংস্কার করে নতুন চেহারা দেওয়া হয়েছে। ওয়ানডের সেরা আট দলের শ্রেষ্ঠত্বের আয়োজন ঘিরে তিনটি ভেন্যুই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ‘চিরশত্রু’ ভারত অবশ্য তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

করাচিতে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে উন্মাদনার চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা তিনটায়। 
২০০৯ সালে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার পর, আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের গতি থমকে গিয়েছিল। তবে, ২০১৭ সাল থেকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে শুরু করে ভারত ছাড়া সব টেস্ট দলের বিরুদ্ধে সফলভাবে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দেশকে ক্রিকেটের মানচিত্রে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, যা পাকিস্তানকে আয়োজক হিসেবে আত্মবিশ্বাসী করে তুলেছে।

করাচিতে ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মন জুড়াতে ব্যতিক্রমী প্রদর্শনীর ব্যবস্থা রেখেছে পাকিস্তানের বিমানবাহিনী (পিএএফ)। উদ্বোধনী অনুষ্ঠানে নির্দিষ্ট একটা সময় রাখা হয়েছে পিএএফের জন্য। পিএএফের বিখ্যাত ‘শেরদিল অ্যারোবেটিকস’ দল তো থাকবেই, জেএফ-১৭ থান্ডার এবং এফ-১৬ ফাইটার জেটসহ স্পেশাল কিছু যুদ্ধবিমানও আকাশে কসরত দেখাবে। পাকিস্তানের স্বাধীনতা দিবস এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে নানা প্রদর্শনীতে অংশ নেয় পাকিস্তান বিমানবাহিনী।

এবার চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনীতে তেমনি কিছু করে শ্রেষ্ঠত্ব জাহির করতে চায় পিএএফ! এত কিছুর মাঝেও আয়োজকদের একমাত্র কষ্ট ‘ভারতের আচরণ’! ২০২৩ এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে শত্রুদেশের ম্যাচগুলো হবে দুবাইয়ে। অধিনায়কদের ফটোশূটে অংশ নিতে পাকিস্তানে যাননি রোহিত শর্মা, গাদ্দাফি স্টেডিয়ামেও ওড়েনি ভারতের পতাকা! 
মাঠের লড়াইয়ে অবশ্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পাকিস্তানের। এই সপ্তাহেই ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। ঢাকায় অনুষ্ঠিত ১৯৯৮ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। কেনিয়ায় ২০০০ সালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার কলম্বোয় ২০০২-এর ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হলে যৌথ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা ও ভারত।

২০০৪ সালের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৬ সালে ভারতে অনুষ্ঠিত পঞ্চম আসরে উইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৩ আসরে ইংলিশদের উড়িয়ে শিরোপা জয় করে ভারত। সর্বশেষ ইংল্যান্ডে ২০১৭ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান এবার আয়োজক।

১৯৯৮ সালে নয় দল নিয়ে প্রথম আসর বসেছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। যদিও নন-টেস্ট প্লেয়িং কান্ট্রি হওয়ায় ঘরের মাঠে ঐতিহাসিক সে আয়োজনে আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, মোহাম্মদ রফিকদের মাঠে নামার সুযোগ হয়নি। তবে গ্যালারি ভরা দর্শক আর দেশব্যাপী ব্যাপক উন্মাদনার ফলশ্রুতিতেই ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। নাম লেখায় এলিট শ্রেণিতে। 
২০০২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত তৃতীয় আসরে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে প্রথমবার ওড়ে লাল-সবুজের পতাকা। উইলস ইন্টারন্যাশনাল ট্রফির পরিবর্তে তখন থেকেই এর নামকরণ হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০০৬ পর্যন্ত টানা তিনবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় পরের দুইবার সুযোগ পায়নি। ২০১৭ সালে সর্বশেষ আসরে কাঁপিয়ে দেয় টাইগাররা।

প্রথমবার আইসিসির কোনো বৈষয়িক টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে ভারতের কাছে হারে মাশরাফি বিন মুর্তজার দল। ভারতে অনুষ্ঠিত ২০২৪ ওয়ানডে বিশ্বকাপে সার্বিক ফল ভালো না হলেও সেরা আটে থেকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল কেমন করবে, ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষায় দেশের অগণিত ক্রিকেটপ্রেমী মানুষ।

এ- গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গী বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুবাইয়ে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে টাইগাররা। বিÑ গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ১৯ দিনের আসরে মোট ম্যাচ ১৫টি। লাহোরে ফাইনাল ৯ মার্চ।  তবে ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলে খেলা দুবাইয়ে।

পাঠকের মন্তব্য