বিদ্যুৎ-জ্বালানির মহাপরিকল্পনা তৈরিতে কারিগরি সহায়তা দেবে জাইকা

সমন্বিতভাবে এবার  জ্বালানি ও বিদ্যুতের ‘মহাপরিকল্পনা’ তৈরি করতে যাচ্ছে  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এর আগে শুধু বিদ্যুতের মহাপরিকল্পনা করা হতো।  আর সেখানে কারিগরি সহযোগিতা দিতো জাইকা। এবার দুই বিভাগের  মহাপরিকল্পনা একসঙ্গেই করা হচ্ছে। আর সেক্ষেত্রেও সহায়তা করবে জাইকা। এজন্য জাইকার সঙ্গে রেকর্ড অব ডিসকাশন সই করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

রবিবার (১৪ মার্চ) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সম্মেলন কক্ষে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের পক্ষে অতিরিক্ত সচিব একেএম ফজলুল হক ও জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইহো হায়াকাওয়া এই স্বাক্ষর করেন।

জ্বালানি বিভাগ জানায়, সমন্বিত মহাপরিকল্পনার লক্ষ্যই হবে জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে স্বল্প কার্বন জ্বালানি ব্যবস্থার সমন্বয় করা। বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য স্বল্প কার্বন সমাজের দিকে ‘সমন্বিত জ্বালানি এবং বিদ্যুৎ মহাপরিকল্পনা’  নীতি, প্রতিষ্ঠান এবং প্রযুক্তি প্রবর্তন করবে। সমন্বিত মহাপরিকল্পনাটি বিভিন্ন জ্বালানির ভারসাম্য এবং জ্বালানি সরবরাহ মিশ্রণের পরিস্থিতির সমন্বয়ে গঠন করা হবে।  ২০৩০, ২০৪১ ও ২০৫০ সালের জন্য দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। 

রেকর্ড অব ডিসকাশন সই অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ড. শাহ মো.হেলাল উদ্দিন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব শাহরিয়ার কাদের উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য