"আচরণ ব্যবস্থাপনা এবং অভিভাবকত্ব" বিষয়ে প্রশিক্ষণ করালো বিএসপিডি
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
বাংলাদেশ সোসাইটি ফর প্যারেন্টস অফ দ্য ডিফারেন্টলি-এবল্ড (BSPD) "আচরণ ব্যবস্থাপনা এবং অভিভাবকত্ব" বিষয়ে ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ মংঙ্গলবার, কক্সবাজারের অভিভাবকদের প্রশিক্ষণ প্রদানের আয়োজন করে।
প্রশিক্ষক হিসেবে ছিলেন বিএসপিডি’র ফাউন্ডার এবং সভাপতি ঝুমনা মল্লিক ঝুমি। সকাল সাড়ে ৮ টায় , সার্কিট হাউজ রোডের অরুনোদয় স্পেশাল স্কুলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী শিশুদের ৩১ জন অভিভাবক এই অধিবেশনে যোগ দেন, তারা সন্তানদের উদ্বেগ নিয়ে খোলামেলা আলোচনা করেন । আবেগঘন এবং ইন্টারেক্টিভ অধিবেশনে অভিভাবকরা তাদের পথচলায় সাপোর্ট ও নির্দেশনা ভাগাভাগি করেন।
অনুষ্ঠানটি আয়োজনে সহায়তার জন্য অরুণোদয়ের অধ্যক্ষ শাহজালাল স্যার এবং বিএসপিডি কক্সবাজারের আঞ্চলিক সদস্য ইয়াসমিন আপু এবং রুশমিনার আপুর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান সভাপতি ঝুমনা মল্লিক ঝুমি ।
এর আগে বাংলাদেশ সোসাইটি ফর প্যারেন্টস অফ দ্যা ডিফারেন্টলি-এবল্ড (BSPD) গত ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ চট্টগ্রাম প্রেসক্লাবে তাদের প্রথম রিজিওনাল মেম্বার কাউন্সিল হিসেবে BSPD চট্টগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে।
সর্বসম্মতিক্রমে বিএসপিডি চট্রগ্রামের জিনাত রহমানকে আহ্বায়ক এবং নাহিদা সুলতানাকে যুগ্ম-আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসপিডি-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ঝুমনা মল্লিক ঝুমি, চট্টগ্রাম বিভাগের মেম্বারগণ, এবং অভিভাবকদের প্রতিনিধি দল।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বিএসপিডি চট্রগ্রামের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিএসপিডি এর সদস্যগণ একে একে তাদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। আলোচনায় উঠে আসে, প্রতিটি বয়সভিত্তিক বিশেষ চাহিদার প্রেক্ষাপটে অভিভাবকদের চাওয়া-পাওয়া ভিন্ন হতে পারে, তবে সকল অভিভাবকের একটি সাধারণ চাওয়া হলো—পরিবার, রাষ্ট্র ও সমাজে তাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা।
বিএসপিডি চট্রগ্রামে এর লক্ষ্য ও কর্মপরিকল্পনা :
বিএসপিডি চট্রগ্রামের সদস্যরা একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নিম্নলিখিত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেন—
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
অভিভাবকদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও কাউন্সেলিং সেশন আয়োজন।
BSPD-এর আওতায় চট্টগ্রামের প্রতিটি জেলার অভিভাবকদের সংযুক্ত করা।
রাষ্ট্রীয় নীতিমালা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখা এবং নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ স্থাপন।
এ প্রসঙ্গে ঝুমনা মল্লিক বলেন, বিএসপিডি চট্রগ্রামের এ যাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা অভিভাবকদের ক্ষমতায়ন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।