
শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- 3 March, 2025
ঢাকার পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্মাণাধীন এই স্টেডিয়ামের নকশা ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীক নৌকার মতো করা হয়েছিল। বিসিবির নতুন সভাপতি হয়ে ফারুক আহমেদ জানান, নৌকার আকৃতিতে স্টেডিয়াম নির্মাণ করা হবে না।
মাঠের নকশা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব।’ স্টেডিয়ামের নাম প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে।’
স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়ে গেছে। তবে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নতুন নকশা কেমন হবে তা চূড়ান্ত হয়নি। ২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। ওই টুর্নামেন্ট করতে স্টেডিয়ামটির নির্মাণ সম্পন্ন করতে হবে। তবে এখন পর্যন্ত শুরু হয়নি তেমন কোন কাজ।