
কেন্দ্রীয় চুক্তি থেকে মাহমুদউল্লাহর নাম প্রত্যাহার
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- 10 March, 2025
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহকে রেখেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করেছিল বিসিবি।
বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্র। শিগগিরই মাহমুদউল্লাহকে বাদ দিয়ে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তালিকায় ছিলেন মুশফিকুর রহিমও। তিনি অবসর নিয়েছেন।
মাহমুদউল্লাহসহ ২২ ক্রিকেটারকে রেখে কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করেছিল বোর্ড। তবে মাহমুদউল্লাহর ভবিষ্যত পরিকল্পনা জানার জন্য তালিকা প্রকাশ করা হয়নি। শুধু ওয়ানডে সংস্করণে খেলা মাহমুদউল্লাহ ছিলেন তৃতীয় ক্যাটাগরি তথা ‘বি’তে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্মের জন্য সমালোচনার মুখে পড়েন মাহমুদউল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম হতে শুরু করে সব জায়গায় আলোচনা হতে থাকে কবে থামবেন। মুশফিকের মতো অবসর না নিলেও চুক্তিতে না থাকায় মাহমুদউল্লাহকে দল থেকে বাদ দিতে সহজ হবে বিসিবির জন্য।
বাংলাদেশের জার্সিতে ২৩৯ ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ। ৩৬.৮৯ গড়ে রান করেছেন ৫ হাজার ৬৮৯টি। সেঞ্চুরি ৪টি আর হাফসেঞ্চুরি ৩২টি। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। আর সবশেষ ম্যাচ খেলেছে পাকিস্তানে, নিউ জিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।