শেখ হাসিনা এবং সন্তোষ শর্মা, সৈয়দ আশিক রহমানসহ ৯ সাংবাদিকের বিরুদ্ধে হত‍্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমানসহ ৯ জন সাংবাদিকের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৬৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে, তারা জুলাই আন্দোলনে প্রতিবাদকারীদের গণহত্যার সঙ্গে জড়িত।

মো. রফিকুল ইসলাম বেপারি ১৬ মার্চ ঢাকার পল্টন থানায় মামলাটি দাখিল করেছেন বলে জানান, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আমিন।

অভিযুক্ত সাংবাদিকরা হলেন—আয়ুব ভূঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সন্তোষ শর্মা, দৈনিক কালবেলার সম্পাদক, সৈয়দ আশিক রহমান, আরটিভির সিইও, শরীফুল ইসলাম মল্লা, সামকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, সৈফুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এবং বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টিভির সাবেক প্রধান সম্পাদক, জুলফিকার আলী মানিক, বৈশাখী টিভির সাবেক পরিকল্পনা সম্পাদক, মোতাহার হোসেন, ক্লাইমেট জার্নাল অনলাইনের সাংবাদিক, আসাদুজ্জামান, সমকাল পত্রিকার সাংবাদিক এবং হীরা তালুকদার, সময়ের আলো পত্রিকার সাবেক রিপোর্টার।

এই সবাইকে অভিযোগ করা হয়েছে যে তারা তৎকালীন আওয়ামী লীগ সরকারের সহযোগী এবং তারা জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

অভিযোগকারী দাবি করেছেন যে, আওয়ামী লীগে সংশ্লিষ্ট এসব ব্যক্তি সহিংস হামলার মাধ্যমে বেশ কয়েকজনের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় জড়িত, যার মধ্যে নিহত হয়েছেন অভিযোগকারীর ভগ্নিপতি সাইফুল ইসলাম।

মামলা বিবরণীতে বলা হয়েছে, ১৯ জুলাই রাজধানীর কাকরাইলে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। কিছু ব্যক্তি সরাসরি হামলায় অংশ নিয়েছেন বা হামলার নির্দেশ দিয়েছেন, অন্যরা এর উসকানি দিয়েছেন। এ হামলায় সাইফুল ইসলাম নিহত হন এবং অনেকেই আহত হন।

মামলাটি গুরুত্ব সহকারে নেয়া হয়েছে এবং মহানগর ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগটি গ্রহণ করে একটি এফআইআর হিসেবে রেজিস্ট্রি করেছে এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।

পাঠকের মন্তব্য