উর্দু ভাষায় পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘জংলি’

দেশের সিনেমা পাকিস্তানে মুক্তির ঘটনা নতুন নয়। এর আগেও শাকিব খান ও শরিফুল রাজের সিনেমা মুক্তি পেয়েছিল। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সিনেমা উর্দু ভাষায় ডাবিং করে মুক্তি দিতে যাচ্ছে। এটি অন্য কোনো সিনেমা নয়, বরং সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত ‘জংলি’।

গত ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়া ‘জংলি’ দারুণ জনপ্রিয়তা ও প্রশংসা কুড়ায়। এরপর সিনেমাটি আমেরিকা ও কানাডার ৪০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় এবং সেখানেও দর্শকদের ব্যাপক সাড়া পায় বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। দেশে ও বিদেশে দর্শকপ্রিয়তার ধারাবাহিকতায় সিনেমাটি পাকিস্তানে মুক্তি পাচ্ছে।

পাকিস্তানে ‘জংলি’ পরিবেশনা করবে লাহোরভিত্তিক প্রতিষ্ঠান সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী বলেন, “শিগগির আমরা ‘জংলি’ সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে উর্দু ডাবিংয়ের কাজ চলছে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাবিং হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।”

‘জংলি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ‘পাখি’ চরিত্রে রয়েছে শিশুশিল্পী নৈঋতা। আরো রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা বুবলী এবং এক সময়ের প্রিয় শিশুশিল্পী ও অভিনেত্রী দিঘী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য রচনা করেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, “আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন ডাবিংয়ের কাজ চলছে। দর্শকদের ভালোবাসার এই সিনেমা শিগগির পাকিস্তানে মুক্তি পাবে।”

পাঠকের মন্তব্য