প্রবাসীদের যাপিত জীবন তুলে ধরছে ‘প্রবাসীদের মনের কথা’
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে তুলনা করা হয় অক্সিজেনের সঙ্গে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবমতে, রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা সঞ্চায়নের অন্যতম উৎস এই রেমিট্যান্স। বেসরকারি জরিপে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীর সংখ্যা এখন কোটির ঘরে। পরিবারের সুদিন আনতে ভিনদেশে শ্রম দেওয়া প্রবাসীরা অবশ্য নানাভাবেই সুবিধাবঞ্চিত। সেইসঙ্গে তাঁদের পরিবারও প্রায়ই প্রাপ্য সুযোগ-সুবিধা পাচ্ছে না। তাই প্রবাসী ও তাঁদের পরিবারের নানা সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে ও এর আশু সমাধানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে ‘প্রবাসীদের মনের কথা’ শীর্ষক একটি অনুষ্ঠান।
আন্তর্জাতিক পরিমণ্ডলে এখনো বাংলাদেশের অধিকাংশ শ্রমিককে ‘অদক্ষ’ হিসেবে অভিহিত করা হয়। এর ফলে শ্রমের যথাযথ মূল্যায়ন পান না অনেকে। পাশাপাশি সুবিধাভোগী, দালাল, মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হওয়ার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এ ছাড়া কোনো প্রবাসী দুর্ঘটনাগ্রস্ত হলে অনেক ক্ষেত্রেই প্রবাসীদের পরিবার পর্যাপ্ত সহযোগিতা পান না। এমন নানাবিধ সমস্যা সামনে রেখে প্রবাসী ও তাঁদের পরিবারের জন্য কল্যাণকর কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যেশুরু হয়েছে ‘প্রবাসীদের মনের কথা’ অনুষ্ঠানটি।
এরই মধ্যে তিনটি পর্ব প্রচারিত হওয়া এই অনুষ্ঠান ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, প্রবাসীদের প্রতিনিধি, নানা অঙ্গনের তারকা, গণমাধ্যমকর্মী ওশিক্ষকের প্রাণবন্ত আলোচনায় উঠে আসছে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা। উদ্ভূত বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধানের পথও বাতলে দেন অতিথিরা।
অনুষ্ঠানটিতে এখন পর্যন্ত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক, নারী উদ্যোক্তা, সংগঠক, টেলিভিশন ব্যক্তিত্ব হেলেনা জাহাঙ্গীর, কাতার কমিউনিটির সাধারণ সম্পাদক সাইফুল আমিন, মধ্যপ্রাচ্যে বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারী, বাংলাদেশ দূতাবাস কাতার-এর শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি নুর মোহাম্মদ, কাতার মিরসরাই সমিতির সভাপতি নুরুল আবছার, বাংলাদেশ এম এইচ এম স্কুল কাতারের শিক্ষক তাফসির উদ্দিন, কাতার ধর্ম মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইউসুফ নূর, আরটিভির কাতার প্রতিনিধি ই এম আকাশ প্রমুখ। অনুষ্ঠানটি সরাসরি দেখতে চোখ রাখুন এই পেজে :
https://www.facebook.com/pmk062020
আগামী পর্বে (১৯ জুন) বিশেষ অতিথি হিসেবে যুক্ত হবেন টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নার্গিস।
অনুষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা সাইদুল ইসলাম সাগর বলেন, ‘প্রবাসীদের অবমূল্যায়ন ভীষণ দুঃখজনক। শ্রমে-ঘামে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা সত্ত্বেও প্রাপ্য বুঝে পাচ্ছেন না তাঁরা। এমনকি তাঁদের পরিবারের দুঃসময়েও পাশে এগিয়ে আসার মতো কাউকে পাওয়া যায় না। তাইপ্রবাসী ও তাঁদের পরিবারের সমস্যা লাঘবেই আমাদের এ উদ্যোগ। যেকোনো প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যেরা যেকোনো প্রকার সমস্যা নিয়ে আমাদের দ্বারস্থ হতে পারেন।’
অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন মো. সাইদুল ইসলাম সাগর, সার্বিক সহযোগিতায় মোস্তাফিজুর রহমান রিপন, খায়রুল আলম সাগর, আবুল বাশার, শিপন সিকদার।