হামাসের সাথে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে রাজি ইসরায়েল

হামাসের সাথে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব গ্রহণ করেছে ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (৩০ মে) এই তথ্য নিশ্চিত করেছে ।

এক ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ‘‘প্রস্তাবটিতে জীবিত ১০ জিম্মিকে মুক্তি এবং ১৮  জিম্মির মৃতদেহ ফেরত দেওয়ার পাশাপাশি ৬০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে।’’
তবে যুদ্ধের স্থায়ী অবসানের জন্য আলোচনা শুরু হওয়ার বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত কোনো তথ্য দেননি, যা হামাসের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। 

হামাসের মুখপাত্র আবদেল-লতিফকে হত্যা করেছে ইসরায়েল
এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘যে নতুন এ প্রস্তাব এসেছে ইসরায়েল থেকে এবং তাতে আমাদের জনগণের কোনও দাবির প্রতিফলন নেই। আমাদের দাবির মধ্যে প্রধান হলো যুদ্ধ এবং দুর্ভিক্ষ বন্ধ করা।’’
বাসেম নাইম আরও বলেন, ‘‘আমাদের জনগণ যে গণহত্যার শিকার হচ্ছে সেসব বিবেচনা করে হামাস প্রস্তাবটি বিবেচনা করছে।’’

পাঠকের মন্তব্য