দেশে প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে ইবিএল

ইস্টার্ন ব্যাংক  ডিজিটালি সচেতন তরুণদের জন্য আনুষ্ঠানিকভাবে ‘স্কাইফ্লেক্স ভিসা প্রিপেইড কার্ড’ চালু করেছে - যা বাংলাদেশের প্রথম অ্যাপ-ভিত্তিক সোশ্যাল কারেন্সি প্রিপেইড কার্ড। এতে কেশলগত সহযোগিতা প্রদান করেছে দ্য ইউরস ট্রুলি এবং ভিসা।

কো-ব্র‍্যান্ডেড কার্ডটিতে  ইবিএলের ব্যাংকিং দক্ষতার সঙ্গে নতুন প্রজন্মের গ্রাহকদের সাথে দ্য ইউরস ট্রুলির গভীর সম্পৃক্ততা সমন্বিত করা হয়েছে। স্কাইফ্লেক্স কার্ডটিতে আর্থিক কার্যকারিতা ও লাইফস্টাইল ভ্যালুর সংমিশ্রণ ঘটার ফলে সোশ্যাল মিডিয়া কনটেন্ট নির্মাতা, ইনফ্লুয়েন্সার; ফ্রিল্যান্সার এবং শিক্ষার্থীদের জন্য এটি বিশেষভাবে উপযোগী, যারা নিজস্ব অর্থ ব্যবস্থাপনায় নমনীয়তা ও স্বাধীনতা পেতে আগ্রহী।

ডয়ল কারেন্সি  স্কাইফ্লেক্স  প্রিপেইড কার্ডটি ফ্লেক্স অ্যাপের সঙ্গে সংযুক্ত, এবং এটি কন্টাক্টলেস পেমেন্ট সুবিধাযুক্ত ও ই-কমার্সের জন্য  উপযোগী ।  এর সঙ্গে যুক্ত হয়েছে একটি বিশেষ রিওয়ার্ড সিস্টেম ‘ফ্লেক্সস্কোর’, যা কার্ডধারীদের নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে ক্যাশব্যাকের সুযোগ প্রদান করবে। ব্যাংক না গিয়ই নির্দিষ্ট অ্যাপর মাধ্যম গ্রাহকরা সরাসরি সাইনআপ কর কার্ড সুবিধা  পাবন।

ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাবির আহমেদ বলেন, “ইস্টার্ন ব্যাংক ও দ্য ইউরস ট্রুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে  স্কাইফ্লেক্স প্রিপেইড কার্ড চালু করতে পেরে আমরা গর্বিত। এই উদ্ভাবন তরুণদের জন্য নিরাপদ, নমনীয় এবং উনত ডিজিটাল পেমেন্ট সল্যুশন প্রদানের ক্ষেত্রে ভিসার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। আমাদের বিশ্বাস, স্কাইফ্লেক্স শুধু আর্থিক অÍর্ভুক্তিকে বাড়াবে না, বরং বাংলাদেশের তরুণদের ডিজিটাল আর্থিক পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ার ধরণই বদলে দেবে, তাদের প্রতিদিনের লেনদেনকে করবে আরও সহজ ও রিওয়ারডিং।”

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, “এই উদ্ভাবন ইবিএলের প্রতিশ্রুতি প্রতিফলিত করে, যার লক্ষ্য হলো নিরাপদ ও ডিজিটাল-প্রথম আর্থিক প্রডাক্ট প্রবর্তনের  মাধ্যমে পরবর্তী প্রজন্মকে অÍর্ভুক্ত ও ক্ষমতায়িত করা।”

দ্য ইউরস ট্রুলি লিমিটেডের চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম বলেন, “আমরা শুরু থেকেই ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষমতায়নে অগ্রণী ভুমিকা পালন করে আসছি। এই সামাজিক কারেন্সি কার্ড চালুর মাধ্যমে আমরা ক্রিয়েটর ইকোনমিকে আরও শক্তিশালী করতে চাই, যাতে তরুণ ও প্রতিষ্ঠিত কনটেন্ট নির্মাতাদের জন্য তাঁদের প্রতিভাকে কাজে লাগিয়ে আর্থিকভাবে সফলতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।”

লা মেরিডিয়ান ঢাকাত আয়োজিত কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইবিএল থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন ; উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশদ আনোয়ার। ভিসার পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাবির আহমেদ এবং অন্যান্য ঊর্ধতন কর্মকর্তা। দ্য ইউরস ট্রুলি লিমিটেড থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এম. জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক মাহজাবিন ফেরদেস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রেইটি সাবরিন।

ক্যাপশন: ইস্টার্ন ব্যাংক দ্য ইউরস ট্রুলি ও ভিসার সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে তরুণদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত দেশের প্রথম অ্যাপ-ভিত্তিক সোশ্যাল কারেন্সি প্রিপেইড কার্ড ‘স্কাইফ্লেক্স ভিসা প্রিপেইড কার্ড’ চালু করেছে। লা মেরিডিয়ান ঢাকায় আজ (১৯ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক  আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন , উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার; ভিসার কান্ট্রি ম্যানেজার সাবির আহমেদ; দ্য ইউরস ট্রুলির চেয়ারম্যান এম. জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক মাহজাবিন ফেরদেস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রেইটি সাবরিনকে দেখা যাছ।

পাঠকের মন্তব্য