গোপালগঞ্জে সহিংসতায় নিহতের ঘটনায় চার মামলা, আসামি ৫৪০০
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২০ জুলাই, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় নিহতের ঘটনায় চারটি মামলা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫ হাজার ৪০০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় পৃথক চারটি হত্যা মামলা দায়ের করে।
সংঘর্ষ ও সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহতরা হলেন: শহরের উদয়ন রোডের দীপ্ত সাহা (২৭), টুঙ্গিপাড়ার সোহেল রানা মোল্লা (৩০), বিসিক এলাকার রমজান কাজী (১৭), সদর উপজেলার ভেড়ার বাজার বেপারীপাড়ার ইমন তালুকদার (১৭), শহরের থানা পাড়ার রমজান মুন্সি (৩৫)।
এর মধ্যে গত ১৮ জুলাই রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, দীপ্ত সাহা নিহতের ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক শামীম হোসেন, সোহেল রানার নিহতের ঘটনায় উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, রমজান কাজী নিহতের ঘটনায় উপ-পরিদর্শক আইয়ুব আলী ও ইমন তালুকদার নিহতের ঘটনায় উপ-পরিদর্শক শেখ মিজানুর রহমান বাদী হয়ে পৃথক চারটি হত্যা মামলা দায়ের করেন। এ চারটি মামলার মধ্যে তিনটি মামলায় প্রত্যেকটিতে অজ্ঞাত ১৪০০-১৫০০ জন এবং আরেকটি মামলায় অজ্ঞাত ৮০০-৯০০ জনকে আসামি করা হয়েছে। চারটি হত্যা মামলায় মোট আসামির সংখ্যা পাঁচ হাজার ৪০০ জন।
এ দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, গাছ ফেলে সড়ক অবরোধের ঘটনায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। এসব মামলায় মোট আসামি তিন হাজার আটজন। এরমধ্যে এজাহারনামীয় আসামি ৩৫৮ জন।