পদত্যাগ করলেন মেঘনা ব্যাংকের এমডি আহসান খলিল
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৮ জুলাই, ২০২৫
মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আহসান খলিল পদত্যাগ করেছেন।
রবিবার (২৭ জুলাই) ব্যাংকের চেয়ারম্যান বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। যার অনুলিপি কেন্দ্রীয় ব্যাংকে দেওয়া হয়েছে। গত বছর এপ্রিলে মেঘনা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন তিনি।
মেঘনা ব্যাংক সূত্র জানায়, পরিচালনা পর্ষদের সাথে বনিবনা না হওয়ায় কাজী আহসান খলিল পদত্যাগ করেছেন। তবে তিনি পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। আগামী ২৭ অক্টোবর থেকে পদত্যাগপত্র কার্যকর করতে তিনি অনুরোধ করেছেন।
মেঘনা ব্যাংক প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ গত ১২ মার্চ ভেঙ্গে পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে কাজী আহসান খলিল এনআরবি ব্যাংকের ডিএমডি ছিলেন। ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করে প্রাইম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, শাহ্জালাল ইসলামী, সোশ্যাল ইসলামীসহ কয়েকটি ব্যাংকে তিনি কর্মরত ছিলেন।