ছবি: সংগৃহীত

তফসিল ঘোষণার আগেই উপদেষ্টার পদ ছাড়ছেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পদ ছাড়ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানা-এর ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে নিজেই এ তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে আছে, এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব।’

যদিও রাজনীতিতে যুক্ত থাকার বিষয়টি স্পষ্ট, তবে তিনি আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, কিংবা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেবেন কি না সে বিষয়ে কিছু জানাননি।

সেনাবাহিনীর সঙ্গে সরকারের বা তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই উল্লেখ করে আসিফ বলেন, ‘৫ আগস্টের পর বা গণ-অভ্যুত্থানের আগে সেনাবাহিনীর যে অবদান তা আমরা স্বীকার করি। তবে সেনাপ্রধানের সঙ্গে দ্বিমত শুধু আওয়ামী লীগ প্রশ্নে।’

অন্তর্বর্তী সরকারের সময় নানা শক্তির সক্রিয়তার ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে আনার তোড়জোড় করছে। এই দলটিকে প্রধান বিরোধী দল হিসেবে সামনে আনতে চায় তারা। আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো, তাদেরও জাপার হয়ে নির্বাচনে আনার পাঁয়তারা চলছে।’

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের ভেতরে একাধিক ক্ষমতার কেন্দ্র থাকার কথাও উল্লেখ করেন আসিফ মাহমুদ। তার ভাষায়, ‘৫ আগস্টের পর সামরিক বাহিনী ক্ষমতার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক শক্তি আছে। একেকজন উপদেষ্টা একেক জায়গা থেকে এসেছেন। এসব কারণে ক্ষমতার একক কোনো কেন্দ্র নেই।’

পাঠকের মন্তব্য