বরিশালে করোনায় একদিনে ২৮ জনের মৃত্যু

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গে মোট ২৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। বিভাগে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। 

শুক্রবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার হিসাবে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- বরিশালে ৫ জন, পটুয়াখালী ও ভোলায় ৪ জন করে এবং ঝালকাঠীতে একজন। বিভাগের ছয় জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৯২৮ জনের। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৬২৪ জন। 

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৪ জন মারা গেছেন। এছাড়া হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ৮২ জন করোনা পজিটিভ শনাক্ত হন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪২ শতাংশ। 


 

পাঠকের মন্তব্য