নেসকো প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি : আইইবি’র গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামানকে কর্মস্থলে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

প্রাচীনতম ও জাতীয় পর্যায়ের এই প্রকৌশলী সংগঠন এক বিবৃতিতে জানায়, ২৫ আগস্ট রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এ কর্মরত প্রকৌশলী রোকনুজ্জামান দায়িত্ব পালনকালে একটি মহল কর্তৃক লাঞ্ছিত হন এবং জীবননাশের হুমকির শিকার হন। এই ন্যাক্কারজনক ঘটনায় সারাদেশের প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে বলে আইইবি উল্লেখ করেছে।

আইইবি বলছে, দেশের অবকাঠামো, শিল্প, প্রকৌশল ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য। অথচ বারবার তারা কর্মক্ষেত্রে হুমকি-হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। এতে শুধু প্রকৌশলীরা নয়, জাতীয় উন্নয়নও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা কর্মস্পৃহা হারাবেন, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে চলে যাবেন—যা জাতীয় উন্নয়নের জন্য ভয়াবহ সংকট তৈরি করবে।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে আইইবি। পাশাপাশি সরকারকে প্রকৌশলীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আইইবি স্পষ্টভাবে ঘোষণা করেছে, প্রকৌশলীদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষায় তারা সবসময় সোচ্চার থাকবে এবং ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত রাখবে।

পাঠকের মন্তব্য