ডিজিপে’র সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে চুক্তি করলো ইবিএল 

দেশের প্রথম লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) ডিজিপে (উএবচধু) এর সাথে অনলাইন পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। সম্প্রতি রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থপনা পরিচালক ও রিটেইল এবং এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ডিজিপে-এর পরিচালক শাফকত মাতিন। ইবিএল এম-কমার্স ও ই-কমার্স প্রধান ফয়সাল এম. ফাতেহ-উল ইসলাম, ডিজিপে-এর প্রধান বিক্রয় কর্মকর্তা মো. মাসুদুজ্জামানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য