চুরির অভিযোগে কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন

কুমিল্লার বুড়িচংয়ে চুরির অভিযোগে এক যুবককে আটকে রেখে কুকুর লেলিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলের সামনে এ ঘটনা ঘটে। শনিবার সকালে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে র‍্যাব-১১ সিপিসি ২।

নির্যাতনের শিকার ওই যুবকের নাম শ্রী জয় (৩২)। তিনি জেলার চান্দিনা উপজেলার মাইজখার এলাকার শ্রী বিষ্ণুর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুড়িচং উপজেলার দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হত। শুক্রবার জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য অপেক্ষা করে। নামাজ শুরু হলে শ্রী জয় কৌশলে মিলের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা মিলের দুটি কুকুরকে তার পেছনে লেলিয়ে দেন। কুকুরের তাড়া খেয়ে তিনি এক প্রান্তে দৌড়ে গিয়ে মাটিতে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়।

ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। পরে রাতেই র‍্যাব-১১ সিপিসি-২ এবং বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে আটক করে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর শ্রী জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে। এ সময় কয়েকজন যুবক লাঠি হাতে তাকে আঘাত করছেন। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি বাঁচার জন্য আকুতি করছেন।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর ভাইরাল ভিডিও ফুটেজ দেখে তিনজনকে আটক করেছে র‍্যাব। আটক তিনজনকে র‍্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মন্তব্য