লিটনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৫ সেপ্টেম্বর, ২০২৫
চোটের কারণে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে অধিনায়ক লিটন দাসকে পায়নি বাংলাদেশ। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেন জাকের আলী। তবে আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে লিটন খেলবেন কিনা তা এখনও অনিশ্চিত।
বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের আজকের ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়। এই ম্যাচ জিতলে ফাইনালে যাওয়া যাবে, নয়তো বাংলাদেশের এশিয়া কাপ শেষ হয়ে যাবে আজই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কি লিটন খেলবেন? ভারতের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা জাকেরকে করা হয় এমন প্রশ্ন। উত্তরে তিনি বলেছেন, ‘উনি পুনর্বাসনে আছেন। আমরা ম্যাচ শুরুর আগপর্যন্ত অপেক্ষা করব।’
সোমবার নেটে ব্যাটিং করার সময় পিঠে টান অনুভব করেন লিটন। অনুশীলন মাঝপথে থামিয়ে বিশ্রামে গেলে তাকে নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে টিম ম্যানেজমেন্ট আশাবাদী ছিলো তার মাঠে ফেরার ব্যাপারে। ভারতের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত অধিনায়ককে নিয়ে অপেক্ষায় ছিলেন তারা।
ভারত ম্যাচ শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানান, ‘লিটনের কিছুটা শারীরিক সমস্যা আছে, পর্যবেক্ষণে রয়েছে। আশা করি আমরা ভালো খবর পাব।’
ভারতের বিপক্ষে শক্তির ব্যবধান থাকলেও পাকিস্তানের বিপক্ষে নিয়মিতই লড়াই করে বাংলাদেশ। গত জুলাইয়েও সিরিজ জিতেছিল লিটনরা। ফাহিমের বিশ্বাস, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠবে।