ইবিএল কার্ডধারীদের বিশেষে সুবিধা দিবে দ্রুকএয়ার হলিডেজ
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৭ অক্টোবর, ২০২৫
দ্রুক এয়ারের অবকাশ ব্যবস্থাপনা শাখা-দ্রুকএয়ার হলিডেজ, ইস্টার্ন ব্যাংক (ইবিএল) কার্ডধারীদের বিশেষ সুবিধা প্রদান করবে। ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান খোরশেদ আনোয়ার এবং বাংলাদেশে দ্রুকএয়ার হলিডেজের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান সায়মন হলিডেজের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশফিয়া জান্নাত সালেহ সম্প্রতি ইবিএল প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইবিএল রিটেইল অ্যালায়েন্স বিভাগ প্রধান ফারজানা কাদের, সাইমন হলিডেজের মহা-ব্যবস্থাপক ইউসুফ সোহেল, ইবিএল রিটেইল অ্যালায়েন্স বিভাগের ব্যবস্থাপক শেখ আসিফ শৌম এবং সাইমন হলিডেজের সেলস রিপ্রেজেন্টেটিভ খাজা হোসেন আরিথসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।