হাতে সিগারেট নিয়ে পরীমণি বললেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

কারামুক্তির পর অন্য এক পরীমণিকে দেখা যাবে এমন ভাবনা ভেবেছিলেন অনকেই। যেদিন পরীমণি কারামুক্ত হোন সেদিন পরীমণির প্রতিবাদের স্টাইল খুবই পছন্দ করেছিলেন দেশের মানুষ। সেই প্রতিবাদের স্টাইল আধারে ডুবলো কিছুদিন পরই। 

সম্প্রতি আদালতে হাজিরা দিতে যান পরীমণি। সে সময় হাত উচিয়ে যখন সবার অভিবাদন নিচ্ছিলন তখন তার হাতে লেখা বার্তাটি দেখে চমকে যান অনেকে। সেখানে লেখা ছিলো 'ফাক মি মোর'।  যা নিয়ো সমালোচনা করছেন অনকেই। 

বৃহস্পতিবার রাত ৯টায় ফেসবুকে আবার উত্তাপ ছড়ালেন ঢাকাই ছবির এ নায়িকা। ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন  একটি ছবিতে তিনি সিগারে পান করছেন। অথচ ক্যাপশনে লেখা- ‘সিগারেট ইন্জুরিয়াস টু হেল্থ’।

আরেকটি ছবি হাত পিস্তলের মতো তাক করে কিছু একটা বোঝাচ্ছেন। সেই হাতে লেখা—‘...ক (গালি) মি মোর’। এই লেখা নিয়ে এর আগে নায়িকা বলেন, যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাবো।

পাঠকের মন্তব্য