নতুন বাসায় পরীমনি

পরীমনি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের ব্যাপক আলোচিত চিত্রনায়িকা।এখন আগের ঠিকানায় নেই ‘স্বপ্নজ্বাল’-খ্যাত এ অভিনেত্রী। পুরোনো বাসা ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠেছেন। বনানীর ঠিকানায় আর পাওয়া যাবেনা তাকে। তবে নতুন ফ্ল্যাট কোন এলাকায় সেটা নিশ্চিত করে কিছু বলেননি পরীমনি।

এ প্রসঙ্গে পরীমনি বলেন,  নতুন ফ্ল্যাটে উঠেছি এটা সত্যি। কিন্তু নতুন বাসার ঠিকানা যদি পাবলিকলি, বলি তাহলে বাসা পরিবর্তন করার তো কোনো কারণই ছিলো। তাহলে আগের বাসায়ই থাকতাম আমি।

নতুন বাসা, আঙ্গিকে সাজ্জাচ্ছেন পরী। সেটা অবশ্য বোঝা যাচ্ছে পরীমনির ফেসবুক ওয়ালে গেলেই। ফেসবুক শেয়ার করেছেন নতুন বাসার ছবিগুলো,এতে তাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছে।

ছবিগুলোর সঙ্গে জুড়ে দিয়েছেন জীবনকে ভালোবাসার আবেদনমাখা ক্যাপশান। জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের একটি উক্তির বাংলা তরজমা করলে দাঁড়ায়, ‘যে জীবন যাপন করছ, তা ভালোবাসো, যেভাবে জীবন যাপন করতে ভালোবাসো, সেভাবে বাঁচো।’

এদিকে বনানী থাকার মামলায় জামিনের পর কিছুদিন যেতেই ‘মুখোশ’ ছবির ডাবিংয়ের মাধ্যমে কাজে ফেরেন তিনি। এরমধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরী।

এছাড়া সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘বায়োপিক’ সিনেমার কাজও শুরু করবেন খুব শিগগিরই। হাতে আছে রাশীদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমার কাজ।

পাঠকের মন্তব্য