মাকে খুঁজছে রাসেলের অসুস্থ ছেলে: আদালতকে আইনজীবী

আদালতকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের আইনজীবী বলেছেন, রাসেলের ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন। ৯ বছর বয়স। সে মাকে চাচ্ছে। তাই রাসেলের স্ত্রীর জন্য বিশেষ সুবিধায় তিনি জামিন চান।

তিনদিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মোহাম্মাদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদিন বিকাল ৩.২২-এ তাদের শুনানি শুরু হয়। শুনানি শেষে ধানমন্ডি থানার মামলায় আদালত রাসেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এদিন শামীমার রিমান্ড নামঞ্জুর করা হয়। শামীমাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালতে শুনানিকালে রাসেলের আইনজীবী এসব কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, এই মামলার বাদীকে ১ মাসের মধ্যে পণ্য অথবা টাকা ফেরত দেয়ার কথা ছিলো। এখনো সেই এক মাস শেষ হয়নি। ওদিকে করোনা ছিল তাই দেরি হয়েছে।

রাষ্টপক্ষ বলেন, এই মামলায় অন্যরা পলাতক। তাদের অবস্থান জানা দরকার। পণ্য এবং টাকা কী করলেন জানতে জিজ্ঞাসাবাদ করা দরকার।

পাঠকের মন্তব্য