ত্রিশালে মাদরাসা নির্মাণে ১০ লাখ টাকা সহায়তা দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক 

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় অবস্থিত রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানার পাঁচতলা ভবন নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। 

মঙ্গলবার (৪ নভেম্বর) ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর অংশ হিসেবে দশ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

অনুদানের চেক রহীমা ও আরিফাখাতুন মহিলামাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মো: শফিকুল ইসলামকে ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ হস্তান্তর করেন। এই সময় উপস্থিত ছিলেন মহিলামাদরাসা ও এতিমখানার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল কফি এবং ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো. কামাল মিয়া।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের এই অনুদান স্থানীয় শিক্ষাঙ্গন ও এতিমখানার শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানানো হয়েছে।
 

পাঠকের মন্তব্য