এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর নতুন মুখ ডা. নয়ন ভৌমিক

বন্দরনগরীর সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মেডিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ডা. নয়ন ভৌমিক। তাঁর এই যোগদানের মাধ্যমে হাসপাতালটি দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে উন্নত ক্যান্সার চিকিৎসা সেবাকে আরও এক ধাপ এগিয়ে নিল।

ডা. নয়ন ভৌমিক একজন দক্ষ ও অভিজ্ঞ অনকোলজিস্ট, যিনি ক্যান্সার রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেছেন।

ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও ডে-কেয়ার কেমোথেরাপি ইউনিট পরিচালনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি তিনি আধুনিক রেডিয়েশন থেরাপির বিভিন্ন প্রযুক্তিতে দক্ষ, যার মধ্যে রয়েছে আইএমআরটি, ভিএমএট (VMAT), থ্রিডি-সিআরটি, ইলেকট্রন বিম রেডিওথেরাপি, এসআরএস/এসআরটি, এসবিআরটি/এসএবিআর, ডিআইবিএইচ এবং ব্রাকিথেরাপি।

এভারকেয়ারে যোগদানের আগে ডা. নয়ন ভৌমিক ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত খাজা ইউনুস আলী ক্যান্সার সেন্টারে সহকারী অধ্যাপক হিসেবে এবং ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সাল পর্যন্ত সিএমওএসএইচ ক্যান্সার সেন্টার, আগ্রাবাদে একই পদে কর্মরত ছিলেন। কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি ও ইমিউনোথেরাপির ফলে সৃষ্ট অনকোলজিকাল জরুরি পরিস্থিতি ও চিকিৎসাজনিত জটিলতা মোকাবিলায়ও তাঁর রয়েছে বিশেষ দক্ষতা।

ডা. নয়ন ভৌমিক অনকোলজির বিভিন্ন গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত এবং প্রতিটি রোগীর অবস্থা ও চিকিৎসার লক্ষ্য অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক সেবা প্রদানে নিবেদিত। তিনি রোগী ও পরিবারের সঙ্গে আন্তরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে সেবা প্রদানে বিশ্বাসী, যাতে চিকিৎসায় সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়। 

তিনি বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজি (বিএসআরও) এবং ইএসমও (ESMO) অনকোলজি ক্লাব-এর একজন সদস্য। ডা. নয়ন ভৌমিকের যোগদানের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মেডিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি বিভাগ আরও উন্নত, আধুনিক ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে। 

পাঠকের মন্তব্য