ইস্টার্ন ইউনিভার্সিটি বিওটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম. সাইফুল মজিদ-এর মৃত্যুতে গভীর শোক
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১১ নভেম্বর, ২০২৫
ইস্টার্ন ইউনিভার্সিটি গভীর শোকের সাথে জানাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য ও সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এ. কে. এম. সাইফুল মজিদ আজ মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
প্রফেসর ড. এ. কে. এম. সাইফুল মজিদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর সাবেক পরিচালক। তিনি বাংলাদেশের ব্যবসায় শিক্ষা ও ব্যবস্থাপনা ক্ষেত্রে একজন অগ্রগণ্য শিক্ষাবিদ হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব ও একাডেমিক অবদান দেশের উচ্চশিক্ষা অঙ্গনে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবার তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।