গাজীপুরে ভোরে বাসে আগুন

গাজীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মহানগরের ভোগড়া বাইপাস এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। 

বাসটি জয়দেবপুর মাঝির খোলা থেকে ঢাকা নিউমার্কেট পথে চলাচল করতো। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন জানান, ফজরের আজানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশ পুড়ে যায়। 

তিনি বলেন, ফায়ার স্টেশনের পাশেই এ ঘটনা। এতে হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, বাসে কোনো মানুষ ছিল না।

পাঠকের মন্তব্য