মাহমুদউল্লাহকে পেয়ে খুশি সোহান, রংপুর-রাজশাহীর প্রতি কৃতজ্ঞতা
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১ ডিসেম্বর, ২০২৫
বিপিএলের নিলামে প্রথম ডাকে কোনো দলই আগ্রহ দেখায়নি বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে নিয়ে। গতকাল (রোববার) নিলামের শুরুতে তৃতীয় ক্রিকেটার হিসেবে নাম উঠেছিল রিয়াদের। তবে নিলামে অংশ নেওয়া ৬ ফ্র্যাঞ্চাইজির কেউই সাড়া না দেওয়ায় অবিক্রিত থেকে যান। পরবর্তীতে শেষদিকে রংপুর রাইডার্স দলে ভেড়ায় মাহমুদউল্লাহকে।
নিলাম শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘আমার কাছে মনে হয়, দু’জন নয়। আমাদের সবচেয়ে সিনিয়র অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ভাইও রয়েছেন। স্বাভাবিকভাবেই আমার মনে হচ্ছে, কম্বিনেশনটা দারুণভাবে মিলবে। এটা আসলে বেশ স্বস্তির বিষয়ও, কারণ তাদের মধ্যে একজন সিনিয়র আছেন।’
‘আমি সত্যি বলতে খুব খুশি এবং ভীষণ রোমাঞ্চিত যে রিয়াদ ভাইয়ের সঙ্গে একসাথে খেলতে পারব। কারণ ফার্স্ট ক্লাস বা প্রিমিয়ার লিগ– সবই আমরা একই সময়ে শুরু করেছিলাম। তাই তার সঙ্গে একই দলে খেলতে এবং একই দলের অংশ হতে পারা আমার জন্য খুবই ভালো লাগার বিষয়’, আরও যোগ করেন সোহান।
এদিকে, মুশফিককে দলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সিনিয়র দুই ক্রিকেটারকে দলে নেওয়ায় রংপুর-রাজশাহীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোহান জানান, ‘মুশফিক ভাই, রিয়াদ ভাই বা আমাদের অন্যান্য সিনিয়ররা– বাংলাদেশের ক্রিকেটকে এক ধাপ থেকে আরেক ধাপে তুলে দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা রংপুর ম্যানেজমেন্ট থেকে এটা ভেবেছিলাম। রাজশাহীকেও ধন্যবাদ দিতে চাই, কারণ তারাও একইভাবে ভেবে মুশফিক ভাইকে দলে নিয়েছে। আমাদের হাতে সুযোগ থাকলে হয়তো দু’জনকেই নিয়ে নিতে পারতাম। তবুও ভালো লাগছে আলহামদুলিল্লাহ, মাঠে আমরা একসাথে খেলতে পারব।’